ফ্যাশন কি ও ফ্যাশন নিয়ে বিস্তারিত আলোচনা-Our Textile




Textile Fashion
চিত্রঃ ফ্যাশন পোজ।  


ফ্যাশন কি?
ফ্যাশন বলতে স্টাইল,পরিবর্তন,এবং গ্রহনযোগ্যতার সমষ্টিকে বুঝায়। সাধারণত মানুষের রুচিবোধ সমন্বিত ডিজাইন যখন সবার মাঝে প্রচলন শুরু হয় তখন তাকে ফ্যাশন বলে।

ফ্যাশন চক্র কি?
কোন কিছু চক্রাকারে ঘূর্ণনকে চক্র বা Cycle বলে। ফ্যাশন হল একটি  চক্র।এটি চক্রাকারে ঘুরতে থাকে। সাধারণত কোন একটি পোশাকের ডিজাইনের মৃত্যু ঘটলে পুনরায় যদি ঐ ডিজাইনের প্রচলন শুরু হয় তখন তাকে ফ্যাশন চক্র বলে।নিম্নে ফ্যাশন চক্র দেখানো হলঃ



                          বর্তমান
           

              √                                  √

   কোথাও কোথাও                  পুরাতন 
       দেখা যায়   


                    √                                √

                                অস্তিত্বহীন   
                                   
                      চিত্রঃ ফ্যাশন চক্র


ফ্যাশন ট্রিমিংসগুলোর নাম কি কি?
(১)সুতা বা থ্রেড
(২)ইলাস্টিক
(৩)ইন্টারফেসিং
(৪)বেল্ট
(৫)ফ্যাসেনার
(৬)সরু কাপড় ইত্যাদি।

ফ্যাশন কি
চিত্রঃ ফ্যাশন। 


  • ফ্যাশনের গুরুত্ব কি কি?
ফ্যাশনের গুরুত্ব নিম্নরূপঃ
(১)নিজস্ব সংস্কৃতি অন্যের নিকট ফুটিয়ে তুলতে ফ্যাশনের গুরুত্ব রয়েছে।
(২)নিজেকে অন্যের নিকট আর্কষনীয় করে তুলতে।
(৩)সৌন্দর্যের বিকাশ ঘটাতে।
(৪)প্রত্যেক ঋতুর সাথে মানানসই পোশাক পরিধানের ক্ষেত্রে ফ্যাশনের গুরুত্ব রয়েছে।

  • ফ্যাশন কত প্রকার?
ফ্যাশন তিন প্রকার নিম্নরূপঃ
  • পুরুষের পোশাক
  • মহিলাদের পোশাক
  • শিশুদের পোশাক

(১)পুরুষদের পোশাক পাঁচ প্রকারঃ
টেইলরড,ফার্নিশিং,ওয়ার্ক ক্লথ, স্পোর্টস ওয়্যার,অ্যাক্সেসরিজ।

(২)মহিলাদের পোশাক সাত প্রকারঃ
ড্রেসস,স্পোর্টস ওয়্যার,সোস্যাল অ্যাপারেল,অ্যাকটিভ ওয়্যার,সুইম ওয়্যার, স্যুট,আউটার ওয়্যার।

(৩)শিশুদের পোশাক পাঁচ প্রকারঃ
গার্লস ড্রেসেস,বালকদের গতানুগতিক ড্রেসেস,অ্যাক্সেসরিজ,স্পোর্টস ওয়্যার আউটার ওয়্যার। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ